এক প্রেমিকার দুই প্রেমিক নিয়ে বাকবিতণ্ডার জেরে সৃষ্ট সংঘর্ষে প্রধান শিক্ষকের কক্ষসহ একাধিক শ্রেণী কক্ষ ভাঙচুর করেছে শিক্ষার্থী ও বহিরাগতরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর শহরের বিআইডিসি রোডের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, স্কুলের জনৈকা শিক্ষার্থী সহপাঠীর সঙ্গে প্রেম করতো। সম্প্রতি অন্য আরেক সহপাঠী মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিলে দুই প্রেমিকের মধ্যে বিরোধ দেখা দেয়।
স্কুলের শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেয়েটির এক প্রেমিক অন্য প্রেমিকের সঙ্গে প্রেম করার অভিযোগ এনে প্রেমিকাকে থাপ্পড় মারে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে অপর প্রেমিক স্কুলে দলবল নিয়ে হাজির হয়। এসময় মেয়েটির জনৈক মামা সংবাদ পেয়ে বহিরাগত লোকজন নিয়ে এলে স্কুলে দুই দল প্রেমিকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয় এবং স্কুলের প্রধান শিক্ষকের কক্ষসহ কয়েকটি শ্রেণী কক্ষ ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষে একপর্যায়ে দুইজন গুরুতর আহত হয়। পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
COMMENTS