শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা ও তার আশেপাশের এলাকার ফায়ার সার্ভিস রোডে প্রতি রাতে চলছে অবৈধ গ্যাস সংযোগের কাজ। রাইজার প্রতি ৫০-৬০হাজার টাকার বিনিময়ে দিনে-রাতে চলছে গ্যাস সংযোগের কাজ। স্থানীয় কিছু প্রভাবশালী দালালের সহায়তায় অবৈধ ভাবে জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে অত্যন্ত নিন্মমানের পাইপ ব্যবহার করে। এর ফলে এক দিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে জাতীয় গ্রীড আর নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে সাধারণ ব্যবহারকারীরা।
প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার উৎসবে মেতেছে। ইতি পূর্বে ওই এলাকার আশে পাশে অবৈধ সংযোগ দেওয়ার পর প্রশাসন নিরব ভূমিকা পালন করার ফলে এখন পৌর এলাকার প্রাণকেন্দ্র মাওনায় শুরু হয়েছে তাদের তৎপরতা। একটি সূত্র থেকে জানা যায় তারা প্রশাসনকে উচ্চ মূল্যে ম্যানেজ করে কাজ করছে তাই এ ব্যাপারে কারো কিছু বলার নেই।
গ্যাস চুরির ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন জানান, তিতাস কর্তৃপক্ষ আমাদের থানার সহায়তা চাইলে আমরা এর বিরুদ্ধে ব্যাবস্থা নেব। উপজেলা নির্বাহী অফিসার আজিজ হায়দার ভুইয়া জানান, বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা করার পরেও এসব অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে তারা। এদিকে তিতাস গ্যাসের ম্যানেজার মসিউর রহমান বলেন, উক্ত বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
COMMENTS