পলাশ প্রধান: টঙ্গীতে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদীচি শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাধব আচার্য, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জাহান আরা বেগম, নূর জাহান বেগম, আমিরুন নেছা রীনা, রওশন আরা বেগম, বিজলী আক্তার, রাবেয়া বেগম, ফেরদৌসি বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে উদীচি শিল্পগোষ্ঠীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS