কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর কারণে শূণ্য ঘোষণা করা হয় চেয়ারম্যানের পদ। নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের জন্য শনিবার তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের চেয়াম্যান পদে নির্বাচিত হন মজিবুর রহমান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ মার্চ মারা যান। নির্বাচন কমিশন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুয়ায়ি ৩০ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই বাছাই ৪ মে, প্রত্যাহার ১১ মে এবং আগামী ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
COMMENTS