নগরবাসীর স্বাস্থ্য সেবা বাড়ানোর কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে।
আজ মঙ্গলবার নগরের দক্ষিণখান এলাকার আনোয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান।
এতে সভাপতিত্ব করেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব সুলতান মাহমুদ। আরবার প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট এর আওতায় প্রায় পৌনে সাত কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশন এ মাতৃসদনটি নির্মাণ করবে। এর জন্যে প্রয়োজনীয় জমি দিয়েছেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
COMMENTS