যানজট ও দুর্ঘটনা রোধ করতে আগামী মাস থেকে সারা দেশের মহাসড়কগুলোতে যোগাযোগ মন্ত্রণালয় সমন্বিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি গতকাল সকালে গাজীপুরের মীরের বাজারে টঙ্গী-ঘোড়াশাল সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন।
এসময় মহাসড়কের দুর্ঘটনাকে প্রধান দুর্ভাবনা উল্লেখ করে তিনি আরও বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দু’টি কমিটি করা হয়েছে। এই কমিটির একটি রিপোর্ট ইতিমধ্যে পাওয়া গেছে, অপরটি এই মাসের মধ্যেই পাওয়া যাবে। ওই রিপোর্ট পাওয়া গেলে সবাই বসে এ ব্যাপারে কার্যকরী কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। টঙ্গী-ঘোড়াশাল সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে তিনি বলেন, ষোল কোটি টাকা ব্যয়ে ওই রুটের সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।
পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান, নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল হক।
COMMENTS