আপনাদের অনেকেরই বাসায় পিসিতে ইন্টারনেট রয়েছে, কিন্তু ওয়াইফাই এর অভাব এ অ্যান্ড্রয়েডে নেট ইউস করতে পারতেছেন না। শিখে নিন কিভাবে পিসির নেট শেয়ার করবেন আপনার ফোনে। এই কাজ এর জন্য আপনার লাগবে “Reverse Tether” অ্যাপস, লিঙ্ক- http://goo.gl/pRbJpE
স্টেপ-
১- আপনার পিসিতে Network and Connection এ যান, যে Broadband Connection টি Active আছে right click করে properties এ যান, Sharing ট্যাব এর প্রথম box টি টিক দিয়ে Ok করুন।
২- এবার আপনার ফোনে Settings > More > Tethering and hotspot এ গিয়ে USB tethering এনাবল করে দিন।
৩- Settings > Developer option এ গিয়ে USB debugging এনাবল করে দিন।
৪- এবার “Reverse Tether” অ্যাপস টি ওপেন করে Connect এ ক্লিক করুন।
৫- ব্যাস- এবার ফোনে ইউস করুন পিসি থেকে শেয়ার করা নেট।
COMMENTS