গত প্রায় তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৫১ দশমিক ৩৫ শতাংশ। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৪ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদনের এ তথ্য উল্লেখ করা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের জন্য প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, এ সময়ে মন্ত্রিসভা বৈঠক হয়েছে ১০টি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৭টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ১৯টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৫১ দশমিক ৩৫ শতাংশ। পাস হয়েছে দু’টি আইন। অনুমোদিত চুক্তি বা সমঝোতা স্মারক ছয়টি ও অনুমোদিত নীতি বা কর্মকৌশল দু’টি। এ সময়ে মন্ত্রিসভা বৈঠকে ২৬টি সার-সংক্ষেপ উপস্থাপিত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
মোশাররাফ হোসাইন বলেন, অন্যান্য সময়ের তুলনায় প্রথম প্রান্তিকের জন্য সিদ্ধান্ত বাস্তবায়নের এ হার ভালো বলে মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেছে।
এ সময় মোশাররাফ হোসাইন জানান, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আরো গতিশীলতা আনতে সরকারি প্রতিষ্ঠানে লোকবল বাড়াতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হয় উপযুক্ত জনবলের অভাবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। সে কারণে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে লোকবল বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগ দিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ লাগে। বর্তমানে পিএসসির কাজ অনেক বেড়েছে। পর্যাপ্ত জনবলের অভাবে দ্রুত নিয়োগের কাজ শেষ করতে পারছে না পিএসসি। পিএসসির মাধ্যমে নিয়োগ এখন বড় চ্যালেঞ্জিং কাজ হয়ে পড়েছে। কেবিনেট সচিবের নেতৃত্বে যে কমিটি হবে সেই কমিটি সৃষ্ট পদ এবং শুণ্য পদে নিয়োগ কৌশল উন্নয়ন তরান্বিত করতে কাজ করবে।
‘কত লোকবল নিয়োগ দেওয়া হবে’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, কত লোকবল নিয়োগ করা হবে তা এখনো ঠিক করা হয়নি। এ ব্যপারে কমিটি গঠনের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
COMMENTS