আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত হতে স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুরের মৌচাকে নবম বাংলাদেশ স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পরে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তাঁবু এলাকা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বলেছেন, শিক্ষার আলোয় আলোকিত হয়ে স্কাউটের ব্রত নিয়ে দেশসেবায় স্কাউটদের আত্মনিয়োগ করতে হবে। তিনি স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোঃ আবদুল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চিফ মোঃ আবুল কালাম আজাদ ও জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।
COMMENTS