রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বায়নের যুগে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। জ্ঞান ও বিজ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। তিনি বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোকে কাজ করতে হবে। তাদের স্বাধীনতার চেতনায় উজ্জ্বিবীত হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রোভিসি প্রফেসর নাসরিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের সমাবর্তনে ৮ হাজার ৩১২ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২৯৭ শিক্ষার্থীই হচ্ছেন মেয়ে এবং ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৫ জন।
COMMENTS