সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি২০ বিশ্বকাপের আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সব কর্মকর্তা-কর্মচারী ও আয়োজক কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক এ ধন্যবাদ জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। এতে আরো উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. কবিরুল হক, নাহিম রাজ্জাক, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর-অধিদফতরের কার্যক্রম ও চলমান প্রকল্প সমূহের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
COMMENTS