গাজীপুরে রোববার কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মাহবুব উল হক গোলাপ। স্বাগত বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার।
অন্যান্য যারা বক্তৃতা করেন তারা হলেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য এড. মোঃ ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আয়েশা আক্তার প্রমুখ।
শিক্ষকদের সরকারী অংশ বেতন (এমপিও) সরকার নতুনভাবে যখন আবার চালু করবে তখন এ স্কুলের এমপিওভুক্তির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এছাড়া স্কুলের ভৌত অবকাঠামো উন্নয়নে অনুদানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।
শিক্ষকদের সরকারী অংশ বেতন (এমপিও) সরকার নতুনভাবে যখন আবার চালু করবে তখন এ স্কুলের এমপিওভুক্তির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এছাড়া স্কুলের ভৌত অবকাঠামো উন্নয়নে অনুদানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
COMMENTS