কাপাসিয়ায় বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন আলীর সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন ১৯৭ গাজীপুর-৪ সংসদীয় আসন থেকে নির্বাচিত এম পি ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান রেজাউর লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শামসূন্নাহার ডেইজি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: যুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আ: খালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: গোলাম কিবরিয়া, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: আহসান উল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: অখিল চন্দ্র, উপজেলা প্রকৌশলী মো: ছাবের আলী, রায়েদ ইউপি চেয়ারম্যান মো: আ: হাই, সাংবাদিক নূরুল আমীন সিকদার, এফ এম কামাল হোসেন, বেলায়েত হোসেন, আকরাম হোসনে প্রমুখ।
COMMENTS