আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২৬ প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বিএনপি সমর্থিত মো. ইজাদুর রহমান মিলন, আবু বকর সিদ্দিক। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট রীনা পারভীন, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল লতিফ, আক্তারউজ্জামান শুক্কুর, ইউসুফ মো. সেলিম রেজা, মো. হাবিবুর রহমান খান, মো. এনামুল হক ও সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সমর্থিত মুফতি নাসির উদ্দিন খান।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী সমর্থিত ডা. মো. আলী আকবর, বিএনপি সমর্থিত আবু তাহের মুসুল্লী, মো. তাইজুল ইসলাম, মাসুদুল কবির মোনায়েম, মো. জিয়াউর রহমান। আওয়ামী লীগ সমর্থিত মো. জিয়ারত হোসেন সিকদার, আ. গণি, লিটন মিয়া, আফসার উদ্দিন।
এ ছাড়া মোশারফ হোসেন, বাবুল হোসেন খান, আল- আমীন হোসেন ও একই পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত হাসিনা সরকার, আওয়ামী লীগ সমর্থিত সাহিদা আক্তার জসুদা। এ ছাড়া সাজেদা সুলতানা এবং ফারমিনা কায়সার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসার মো. হাসানুজ্জামান জানান, আগামী ২৬ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ৩ মে প্রত্যাহার ও ৪ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
COMMENTS