ক্রীড়া প্রতিবেদক, ঢাকা : মাত্র এক আগেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিবারের মত এবারো ঘোষণা করা হয়েছে বিশ্ব একাদশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত এই ছেলেদের একাদশে বাংলাদেশের কেউ সুযোগ না পেলেও মেয়েদের একাদশে ঠিকই জায়গা পেয়েছেন অধিনায়ক সালমা খাতুন।
আইসিসির বিশ্ব একাদশে যারা থাকছেন : রোহিত শর্মা (ভারত), স্টাফেন মাইবার্গ (নেদারল্যান্ডস), বিরাট কোহলি (ভারত), জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা), গ্লান ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টাইন (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গ (শ্রীলঙ্কা) ও ক্রিসমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ)।
মহিলা বিশ্ব একাদশে যারা থাকছেন : সুজি বেস্ট (নিউজিল্যান্ড), চার্ল্ট এ্যাডেয়ার্ডস (ইংল্যান্ড), মেগ লিনিং (অস্ট্রেলিয়া), সারাহ টেইলর (ইংল্যান্ড), দিনদার দতিন (ওয়েস্ট ইন্ডিজ), ইলিস পেরি (অস্ট্রেলিয়া), নাতলি সাচবির (ইংল্যান্ড), সালমা খাতুন (বাংলাদেশ), পোনাব জাদব (ভারত), এ্যানি সুরবসোল (ইংল্যান্ড) ও সাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)।
COMMENTS