প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শুক্রবার জেলার কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে “শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং” এই থিমকে সামনে রেখে এবারের জাম্বুরিতে দেশ-বিদেশের প্রায় নয় হাজার স্কাউট, স্বেচ্ছাসেবক ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এর মধ্যে নেপাল, শ্রীলংকা ও ভুটান থেকে ২৭ স্কাউট সদস্য অংশ নিচ্ছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত আট দিনব্যাপী এ জাম্বুরি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
স্কাউট জাম্বুরি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন হয়েছে। এতে উপসচিব দেলোয়ার হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সেবাস্টিন রেমা, এনডিসি সাজিদ আলোয়ার, স্কাউটস এর উপপরিচালক ফারুক আহম্মেদসহ স্কাউটস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা জানান, অংশ গ্রহণকারী স্কাউটরা জাম্বুরিতে যুগোপযোগী প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা যাচাই, অভিজ্ঞতা বিনিময়, বন্ধুত্ব স্থাপন ও নিজেকে সুযোগ্য করে গড়ে তোলার সুযোগ লাভ করবে।
স্কাউট জাম্বুরি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন হয়েছে। এতে উপসচিব দেলোয়ার হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সেবাস্টিন রেমা, এনডিসি সাজিদ আলোয়ার, স্কাউটস এর উপপরিচালক ফারুক আহম্মেদসহ স্কাউটস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা জানান, অংশ গ্রহণকারী স্কাউটরা জাম্বুরিতে যুগোপযোগী প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা যাচাই, অভিজ্ঞতা বিনিময়, বন্ধুত্ব স্থাপন ও নিজেকে সুযোগ্য করে গড়ে তোলার সুযোগ লাভ করবে।
জাম্বুরির বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদের সদস্য, সচিব ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
COMMENTS