শ্রীপুর উপজেলার বড়রাথুরা মৌজার পাথার পাড়া গ্রামে ৩ ফসলি প্রায় ৫০ বিঘা জমি অধিগ্রহণ বাতিল দাবি করে রোববার সকালে জমির মালিক ও কৃষকরা দীর্ঘ মানববন্ধন করেছে। পরে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য একটি প্রাইভেট কোম্পানী শ্রীপুরের ওই ফসলী জমিটি পছন্দ করেন। তারা গাজীপুর জেলা প্রশাসককে ম্যানেজ করে জমিটি অধিগ্রহণ নিমিত্তে এ বছরের ২৭ নভেম্বর জমির মালিকগনের কাছে চিঠি পাঠায়। চিঠি পেয়ে জমির মালিকেরা দিশেহারা হয়ে উঠে। তারা জমি রক্ষায় “পাথার পাড়া ভূমি রক্ষা কমিটি” গঠন করে। রোববার পাথার পাড়া ভূমি রক্ষা কমিটির উদ্যোগে মাওনা-বাবু বাজার সড়ক সংলগ্ন ওই ৫০ বিঘা জমির আইলে দাঁড়িয়ে এক মানববন্ধনের আয়োজন করে।
এতে জমির মালিক, পরিবারের সদস্য ও ওই জমির চাষীরা অংশ নেয়। মানব বন্ধন শেষে আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ইব্রাহীম খলিল প্রমুখ। বক্তারা বলেন, ওই জমি অধিগ্রহণ করা হলে ভাতের অভাবে স্থানীয় প্রায় শতাধিক পরিবার পথে বসবে। তা ছারা জমির বর্তমান বাজার মূল্য একর প্রতি ১ কোটি ২ লাখ টাকা হলেও প্রস্তাবপত্রে জমির দাম নির্ধারিত হয়েছে মাত্র ৩৬ লাখ ৮৪ হাজার টাকা।
COMMENTS