শ্রীপুরে মঙ্গলবার সন্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে ছাত্রলীগ-শ্রমিকলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ককটেল বিষ্ফোরণ ও গুলিবিদ্ধ ৩ জনসহ ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আলমগীর নামক এক ব্যাক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে পল্লী বিদ্যুৎ মোড়ে ছাত্রলীগ ও শ্রমিকলীগের মধ্যে গার্মেন্টস ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সুলায়মান ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সোহাগ এর মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় দুপক্ষের মধ্যে ককটেল বিষ্ফোরন ও গুলিবর্ষনের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয় রিপন (২২), মোমেন (২৩) ও মাসুদ (২৫) এবং ককটেল বিষ্ফোরনে আহত হয় আসাদ (২২), সোহাগ (২৪), সোহেল (২৪), শিব্বির (২৫), সহ ১০জন।
আহতদের শ্রীপুর উপজেলা হাসপাতাল, ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রীপুর মডেল থানার ওসি মহসীন-উল-কাদির ঘটনার সত্যতা স্বীকার করেন।
COMMENTS