শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল জলিল (আনারস) ৭৪ হাজার ৮শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব (কাপ-পিরিচ) ৬৬ হাজার ৯শ ৬৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শ্রীপুর পৌর আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল (টিউবওয়েল) ৩৯ হাজার ৩শ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম আব্দুর রউফ (বৈদ্যুতিক বাল্ব) ৩৫ হাজার ৫শ ৭৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত উপজেলা মহিলা দলের সভানেত্রী শেখ ফরিদা জাহান স্বপ্না (বৈদ্যুতিক পাখা) ৭৪ হাজার ৭শ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত লুৎফুন্নাহার মেজবাহ্ (কলসী) ৬৩ হাজার ১শ ৩০ ভোট পেয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূঁইয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
COMMENTS