ভোট কেন্দ্র দখল করে, তাদের এজেন্ট বের করে দিয়ে সিল দেয়া ও রেজাল্ট সীট পরিবর্তন করে এ সরকার দলীয় প্রার্থীকে বিজয়ি ঘোষণাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের ফলাফল বাতিল ও পুনগণনার দাবি করেছেন গাজীপুর বিএনপি নেতৃবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়াসহ ব্যাপক অনিয়ম করে বিএনপির প্রার্থীদের হারিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন জেলা সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সহ সভাপতি আহাম্মদ আলী রুশদী, ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব প্রমুখ।
COMMENTS