শ্রীপুরে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আনোয়ার (৩৮) শ্রীপুরের মাস্টারবাড়ি বাজারের দোকান মালিক ও স্থানীয় মিতা টেক্সটাইল মিলে বিদ্যুত বিভাগে কাজ করতো । তার বাড়ি ঢাকার দোহার থানার মৌরা গ্রামে। ওই ঘটনায় অগ্নিদগ্ধ ও আহত আরো অন্তত ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কে খননের কাজ করার সময় সময় গ্যাস লাইন ফেটে আগুন ধরে যায়। আগুনে সড়কের পাশে অর্ধশতাধিক দোকান, দুটি বাড়ি ও একটি মসজিদ পুড়ে গেছে। মালামাল বের করতে গিয়ে অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় তিনজন অগ্নিদগ্ধসহ অন্তত ১০ জন আহত হয় ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ করার সময় ডুজারের চাপে গ্যাস লাইনের পাইপ ফেটে গ্যাস নির্গত হতে থাকে। এসময় হঠাৎ গ্যাস নির্গত স্থানে আগুন লেগে যায়। আগুনের উৎপত্তিস্থলে লেলিহান শিখা এক থেকে দেড়শত ফিট উঁচু হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই পাশে ২০/২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে তিতাস গ্যাসের কর্মকর্তারা রাত সাড়ে আটটায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রনে আসে।
COMMENTS