শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে গজারী বন থেকে অজ্ঞাত যুবতীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে।
স্থানীয়দের মোবাইল ফোনের খবরে শ্রীপুর থানা পুলিশ উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচলটিয়া গ্রামের ভাওয়ালের গহীন গজারী বন থেকে অজ্ঞাত (১৭) যুবতীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই যুবতীকে হত্যার পর লাশ বনে ফেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
COMMENTS