রাগিনি এমএমএস-২ সিনেমার জন্য বতর্মান সময়ে আলোচনায় থাকা তারকা সানি লিওন এবার বিয়ের জন্য পাত্র খোঁজ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বাংলা অনলাইন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডে পা রাখার পর থেকেই ভারতীয় পুরুষদের চোখের মণি তিনি। কিন্তু মনটা বরাবরই খচখচ করত। কারণ সানি যে বিবাহিত।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারকে ঈর্ষার চোখে দেখতে সকলেই। মনে মনে বহুবার গলা টিপে মেরেওছেন বোধহয়। তাদের মনে আশা জাগিয়েই এবার বিবাহ-বিচ্ছেদের পথে সানি।এতে বলা হয়েছে, শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবনে সমস্যা চলছে সানির। কিন্তু রাগিনি এমএমএস-২ প্রচারের জন্য এতদিন ব্যক্তিগত সমস্যা সামনে আসতে দেননি সানি। এবারে হয়তো বিবাহ-বিচ্ছেদের আবেদন জানাবেন তিনি।
জিনিউজ বাংলা জানিয়েছে, শোনা যাচ্ছে বিচ্ছেদের পর নাকি ভারতীয় পুরুষকেই স্বামী হিসেবে বেছে নিতে চান সানি। তার মতে ভারতীয়রা বহুগামী হন না। বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই একতা কপূর পরিচালিত টেলিভিশন শো সানি কা স্বয়ম্বরেও নিজের জন্য পাত্র খুঁজতে চলেছেন তিনি।
COMMENTS