টঙ্গী শিল্প এলাকা রোডে এক ঝুট ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এসময় দুর্বৃত্তরা তার কাছে থাকা নগর ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমকে (৩৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীরের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়ী জাহাঙ্গীর মিলগেটস্থ তার ঝুটের দোকান থেকে মাছিমপুরের বাসার উদ্দেশ্যে রওনা দেন। তিনি রাত ১০টায় শিল্প এলাকা রোডে পৌঁছলে পূর্বে থেকে উৎপেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
COMMENTS