টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় আফিল উদ্দিন (৪৫) নামের এক আনসার সদস্যকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। গুরতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার বিকেলে টঙ্গী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আফিল জানায়, বিকেল তিনটায় গাজীপুর নিজ বিকাশে দেড় লাখ টাকা উত্তোলন করে ডেমু ট্রেনযোগে টঙ্গী রেলস্টেশনে এসে নামেন। এসময় রেলগেট এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত টঙ্গী মডেল থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।
COMMENTS