টঙ্গীর হিমারদীঘি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম নুরু ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় লায়লা বেগম বাদী হয়ে দারোগআলী ও বিল্লালের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, হিমারদীঘি মৌজায় বেশ কিছুদিন পূর্বে নীলিমা নাজনীন ও দেলোয়ার হোসেন সিএস ও এস.এ ৪৬ দাগে সোয়া ৪ শতাংশ জমি জনৈক আব্দুল হাইয়ের নিকট থেকে সাফ কবলা দলিলমূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরে ওই জমি বিলাল ক্রয়সূত্রে মালিকানা দাবি করে নির্মাণ কাজ শুরু করলে নীলিমার মা লায়লা বেগম বাদি হয়ে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন।
বিল্লালের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত বুধবার ওই জমিতে কাজ করতে গেলে নীলিমাদের পক্ষের লোকজন বাধা দেয়। এতে বিল্লালের লোকজন ক্ষিপ্ত হয়ে নীলিমার পক্ষের শাহজাহান, রিপন ও নুরুকে এলোপাথাড়ি মারপিট করে আহত করে।
এ বিষয়ে বিলালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ক্রয়সূত্রে ওই জমির মালিক। আমি কাজ করতে গেলে নীলিমার লোকজন কাজে বাধা দেয় এবং ভাংচুর করে।’
COMMENTS