পলাশ প্রধানঃ টঙ্গীর টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের রেজি: টাকা আত্মসাত করায় প্রধান শিক্ষককে বহিষ্কার করেন স্কুলের ম্যানেজিং কমিটি।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী উত্তেজিত হয়ে স্কুল ভাংচুর করে ঢাকা-সিলেট সড়কে অবস্থান নিলে এসময় গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনের শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ী বহর শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়লে ঘটনাটি পরিদর্শন করেন। এসময় যোগাযোগ মন্ত্রী নিজেই ঐ স্কুলের শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী মেজিস্ট্রেট কাজী আরিফিন রেজুয়ানের দায়িত্বে দিয়ে মন্ত্রী চলে যান।
প্রসঙ্গত, গত ২০০৪ সালে সাড়ে ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। ২০১২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের টাকা আত্মসাত ও ২০১৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ৬০ হাজার টাকা আত্মসাত করেন। ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের রেজি: টাকা আত্মসাত করে বহি:কার হন প্রধান শিক্ষক মো. নুরুল আলম। ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের রেজি: থেকে বাতিল হন ২৯ জন। এদের মধ্যে হলেন, আয়েশা, রিপা রানী, মুসলিমা, ওমর ফারুক, আশরাফ, আব্দুল হক, নাজরানা, সাজ্জাদ হোসেন, সাঈদুল ইসলাম, রায়হান আহমেদ, বাবুলি, আফসানা মিমি, শেখ ফরিদ, তাসলিমা, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, ছাবিনা, রাজন, মারজিয়া, পপি, আবু তাহের, ফজলুর রহমান পলক, নুরনবী, নিপা, বিথী, নাজমুল হোসেন, মো. আরিফ, রাজন ও মহিন।
এবিষয়ে টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। স্কুলের টাকা অফিস সহকারি নুরজাহানের নিকট রাখা হয়। তিনি বলতে পারেন সকল টাকা কোথায় রয়েছে। তিনি আরো বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির ইঙ্গিতে আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, অফিস সহকারি নুরজাহান বেগম সকল ঘটনার হুতা হিসেবে আছে বলে জানান। ছাত্র-ছাত্রীরা আরো জানান, আমাদের সকল টাকা অফিস সহকারি নুরজাহান বেগমের নিকট দেওয়া হলেও তিনি তা অস্বীকার করেন।
স্কুলের অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আলম ও অফিস সহকারি নুরজাহান বেগম শুধু টাকা টাকা করেন কিন্তু আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার বেলায় কোন মাথা ব্যাথা নেই।
এবিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট কাজী আরিফিন রেজুয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ায় প্রধান শিক্ষকের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
COMMENTS