পলাশ প্রধান: গতকাল বুধবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় ছিনতাই করে পালানোর সময় দুই চিহ্নিত ছিনতাইকারীকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে আটককৃত ইকবাল (২৭) ও মামুনকে (২৫) পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টার সময় মিলগেট এলাকার আঃ মান্নান তার মোবাইল কেয়ার নামে দোকানের তালা খোলার সময় বাম পাশে রাখা নগদ টাকাসহ ফ্লেক্সিলোড ও বিকাশের মোবাইল ও স্ক্র্যাচ কার্ড ভর্তি ১টি ব্যাগ নিয়ে ২ ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। এসময় রিকশা চালক দুখু মিয়া বিষয়টি দেখে চিৎকার দিলে স্থানীয় জনতা ছিনতাইকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করেছে।
COMMENTS