স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে টঙ্গীর অভিজাত এলাকা আউচপাড়া সফিউদ্দিন রোডের একটি ৫তলা বাড়ি দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বখতিয়ার রহমান(৬৪), তার স্ত্রী কানিজ ফাতিমা(৫৬) ও ছেলে মোহাম্মদ আলী (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্ত্রাসীরা নগদ সাড়ে ১২লাখ টাকা, ৮০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে বলে হাসপাতালে চিকিৎসাধীন বাড়ির মালিক অভিযোগ করেছেন।
যুদ্ধকালীন কম্পানী কমান্ডার ও বাংলাদেশ বিমানের প্রাক্তন প্রকৌশলী আহত বখতিয়ার রহমান জানান, তিনি দীর্ঘ ২১ বছর জাপানের ফুজি কোম্পানিতে চাকরিকালে তার স্ত্রীর নামে টঙ্গীর সফিউদ্দিন রোডে ৫ কাঠা জমি কিনে ৫তলা বাড়িটি নির্মাণ করেন। তার একমাত্র ছেলেকে বঞ্চিত করে বাড়িটি আত্মসাত করার জন্য তার তিন মেয়ে ও তাদের জামাতারা নানা ষড়যন্ত্র করে আসছিল। বিগত ২০১০ সালে বড় মেয়ে জামাতা মাসুদ খান পান্নু ও ছোট মেয়ে জামাতা আতিকুর রহমান রানা ব্যাংক থেকে লোন উত্তোলনের কথা বলে তার অজান্তে তার স্ত্রী কানিজ ফাতিমাকে কৌশলে টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে মেয়েদের নামে বাড়ি হস্তান্তরের হেবানামা দলিল করে।
পরে কানিজ ফাতেমা মেয়ে জামাতাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বিষয়টি বখতিয়ার রহমানকে অবহিত করেন। ব খতিয়ার রহমান সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহের পর দলিলটি বাতিল চেয়ে গাজীপুরের যুগ্ন জেলা জজ আদালতে মামলা নং-৬৯/১২ করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আদালত বাড়িতে নিষেধাজ্ঞা জারি করেন।
বৃহস্পতিবার বিকেলে বখতিয়ার রহমানের মেয়ে জামাতা মাসুদ খান পান্নু ও আতিকুর রহমান রানা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একদল ভাড়াটে বাহিনী নিয়ে বাড়িটি দখলের চেষ্টা চালান। স্থানীয় আওয়ামী লীগ নেতা সফিউদ্দিন সফি, যুবলীগ নেতা বাবলু, সিরাজ ও মিন্টুর নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা বাড়িটিতে হামলা চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগ নেতা সফি আগ্নেয়াস্ত্র তাক করে বাড়ির মালিক বীরমুক্তিযোদ্ধা বখতিয়ার রহমানকে গুলি করতে উদ্যত হয়েছিলেন বলে বখতিয়ার ও প্রত্যক্ষদর্শীরা জানান। বাড়িতে ব্যাপক লুটপাট চালিয়ে সাড়ে ১২লাখ টাকা, ৮০ ভরি স্বর্ণালঙ্কার, জাপান থেকে আনা অত্যাধুনিক একটি স্টিল ও একটি ভিডিও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে বলেও বখতিয়ার অভিযোগ করেন।
গতরাতে এ রিপোর্ট পাঠানোর সময় এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। এব্যাপারে মাসুদ খান পান্নু ও আতিকুর রহমান রানার সাথে যোগাযোগ করা হলে তারা লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়ি করার সময় তাদের কাছ থেকে ২৫ লাখ টাকা নেয়া হয়েছে। বিনিময়ে তাদেরকে ৩,৪ ও ৫ তলা হেবা দলিল করে দেয়ার পরও তাদেরকে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেয়া হচ্ছিল না।
COMMENTS