টঙ্গী সরকারি হাসপাতালের রিজার্ভ ট্যাংকি থেকে গলিত কুকুর উদ্ধার করা হয়েছে। গত কয়েক দিন যাবত রোগীদেরকে সরবরাহকৃত পানিতে পচাঁ দুর্গন্ধ পাওয়ায় কেউ পানি ব্যবহার করতে পারছিলেন না। এতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তিকৃত রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
বৃহস্পতিবার সকালে পানিতে দুর্গন্ধের কারণ উদঘাটন করতে গিয়ে হাসপাতালের রিজার্ভ ট্যাংকি পরীক্ষা করে ভাসমান অবস্থায় গলিত একটি কুকুর খোঁজে পাওয়া যায়। কর্তৃপক্ষ কুকুরটি উদ্ধার করে রিজার্ভ ট্যাংকির পাশেই মাটি চাপা দিয়ে রাখে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত ৪-৫ দিন যাবত পানিতে দুর্গন্ধের বিষয়টি আমার কর্ণগোচর হয়। এরপর রোগীদেরকে রিজার্ভ ট্যাংকির পানি খেতে নিষেধ করি। সকাল ৯টা থেকে হাসপাতালের রিজার্ভ ট্যাংকিসহ স্টাফ কোয়ার্টারের সকল সাব-ট্যাংকি পরিষ্কার করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছুদিন যাবত মূল রিজার্ভ ট্যাংকির ঢাকনার একাংশ ভাঙ্গা ছিল। হয়তো বা পানি খেতে গিয়ে কুকুরটি রিজার্ভ ট্যাংকিতে পড়ে থাকতে পারে। তড়িৎ গতিতে অতিরিক্ত লোকবল নিয়ে ট্যাংকি পরিষ্কারের কাজ চলছে। শুক্রবারের মধ্যেই সরবরাহকৃত পানি পান করা যাবে।
COMMENTS