টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সুমা আক্তার (১৮) নামে উত্তরা মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে টঙ্গী রেললাইনের আরিচপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ নামাজে জানাজা শেষে স্থানীয় মরকুন কবরস্থানে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে সুমা টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া নিজ বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে তার বান্ধবীদের নিয়ে টঙ্গী রেললাইন ধরে হাঁটতে থাকেন। পরে তারা স্থানীয় আরিচপুর বৌবাজার এলাকায় পৌছলে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে সে রেললাইনের পাশে ছিটকে পড়েন। এসময় আশপাশের লোকজন গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার মুনছুর আলী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানবিক কারনে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
COMMENTS