টঙ্গীতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সদস্যের নমিনিকে মৃত্যুর ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এ ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়।
প্রশিকা থানা ফেডারেশনের সভানেত্রী সুরাইয়া আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যবাণীর নির্বাহী সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য নাসির উদ্দীন বুলবুল, প্রশিকা বিভাগীয় সমন্বয়কারী আফজাল হোসেন গাজী, এলাকা সমন্বয়কারী হাবিবুর রকিব, কেন্দ্রীয় প্রকল্প টিম সদস্য জবান আলী, সহযোগী এলাকা সমন্বয়কারী স্বপন কুমার রায় প্রমুখ।
উল্লেখ্য, ঋণ গ্রহণ করে প্রশিকা সদস্য জাহানারা চতুর্থ কিস্তি দেয়ার পর মৃত্যুবরণ করেন। প্রশিকা অবশিষ্ট সকল কিস্তি মওকুফ করে তার নমিনি মেয়ে আসমা আক্তারকে মৃত্যুর ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেন।
COMMENTS