টঙ্গীর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার দুপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা ঘরের টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকার লুটে নেয়। এতে শাহিদা বেগম (৩০), সুরুজ মিয়া (৩৫) ও আনোয়ার হোসেন (২০) আহত হয়। সন্ত্রাসীদের চাপাতির আঘাতে গুরতর আহত শাহিদাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেলস্টেশন এলাকার জুতা ব্যবসায়ী শাকিলের কাছে নোয়াগাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সুলতানের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোট অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দুর্বৃত্তরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় শাকিলের চাচী শাহিদা বেগম বাধা দিলে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
COMMENTS