শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলজোর গ্রামে বৃহস্পতিবার দুপুর ২টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘুর বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। আগুনে একটি বসত ঘর পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংখ্যালঘুর পরিবারের দাবি।
জানা যায়, রাজাবাড়ী ইউনিয়নের ধলজোর গ্রামের খগেন ও সুকুমারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় এ.সি.আই ফর্মোলেশন কোম্পানি সুকুমারের কাছ থেকে একখন্ড জমি কিনে খগেনের দখলীয় ও মালিকানাধীন জমি জবর দখলের পায়তারা করে। জমি দখল করতে না পেরে এ.সি.আই ফর্মোলেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল ও ছাত্রনেতা ফয়সালের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ২৫/৩০জন যুবক নিয়ে তার বাড়িতে গিয়ে মারধর করে লুটপাট চালিয়ে দক্ষিন ভিটির বসত ঘরে অগ্নিসংযোগ করে।
পরে স্থানীয় লোকজন এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় খগেনের স্ত্রী মিনা বালা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
COMMENTS