
রেজাউল কবির রাজিবঃ টঙ্গীতে গাজীপুর সদর উপজেলা ভ্যান গাড়ি মালিক সমিতির উদ্যোগে পর পর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপিকে পুনরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ভ্যান গাড়ি মালিক সমিতির উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় টঙ্গী লেদুমোল্লা রোড, মোল্লা মার্কেট সংলগ্ন মাঠে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি গাজীপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সাবেক এমপি আলহাজ্ব কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের পর পর তিন বার সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনাইডেট ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব গণি মিয়া, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, টঙ্গী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন খোকন, টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি কে এম শাহ্ আলম, মোস্তফা ভুট্টু, মোঃ ফারুক আহমেদ, হাজী মোঃ জলিল গাজী, বজলুর রহমান মন্টু প্রধান, এম এ কাশেম মোল্লা, মোঃ সাইদুর রহমান লিটন প্রধান প্রমুখ।
আলোচনা সভা শেষে আয়োজকরা সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।
COMMENTS