টঙ্গীর দাড়াইল এলাকায় জনৈক নাদেরা ফাইজুন নেছার বিরুদ্ধে বুধবার রাতে পুলিশের সহযোগীতায় সাইনবোর্ড ভাংচুর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জমির মালিক রেজাউল করিমের ভাগিনা খোকন জানান, দাড়াইল মৌজার এস ৭১ ও এসএ ৬৮ দাগে ১৮ শতাংশ জমি ২০১০ সালে আমমোক্তার নামা দলিল নং ২০৪০৮ মূলে খোকন ও সুন্দর আলী মালিক হয়ে ভোগদখল করে আসছিলো। পড়ে ওই জমি ২০১১ সালে খোকন তার মামা রেজাউল করিমের নিকট সাফ কবলা দলিল নং ১৩৫৪৯ মূলে বিক্রি করে দেয়।
তিনি আরো জানান, গত ১১ এপ্রিল শুক্রবার গভীর রাতে থানার এসআই মনিরুজ্জামান খোকন মিয়া, কাশেম, মারফত আলমকে আটক করে ২ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কৌশলে ফাইজুন নেছাকে বাদী করে খোকনের বিরুদ্ধে ১০ লাখ টাকার একটি মিথ্যা মামলা নং ৩২ দায়ের করান।
এদিকে নাদেরা ফাইজুন নেছা ১৯৮৫ সালে সাফ কবলা দলিল নং ৩৬১২ মূলে পৌনে নয় শতাংশ জমির মালিকানা দাবি করে বুধবার রাতের আধারে পুলিশের সহযোগীতা নিয়ে নির্মাণকৃত স্থাপনা ভাংচুর করে জমিটি জবর দখলের চেষ্টা চালায়।
এ বিষয়ে নাদেরা ফাইজুন নেছার সাথে যোগাযোগ করলে তিনি জমির কোন কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করে বলেন, সাংবাদিকের কাছে তথ্য দেবো কেন। যা বলার পুলিশের কাছে বলব।
এ ব্যাপারে টঙ্গী থানার এসআই মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খোকনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। আমরা তাকে ধরতে গিয়ে না পেয়ে জমির ওপর সাইবোর্ড জব্ধ করে নিয়ে এসেছি।
COMMENTS