গাজীপুরের ভোগড়া এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহামদ সরকার এ সমাবেশের আয়োজন করেন।
সকাল থেকে বিভিন্ন মহল্লার বিপুল সংখ্যক এলাকাবাসী ওই সামবেশে যোগ দেয়।
বিশাল এ সামাবেশে বিএনপি, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহামদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক নেতা সুলতান আহামদ সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা সামসুল হক, যুবলীগের কেন্দ্রীয় সদস্য হীরা সরকার, সাবেক মেম্বার আতাউর রহমান, মোসলেম উদ্দিন, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, আব্দুল জব্বার, শহিদুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আড়াই লাখ লোকের অধ্যুষিত ভোগড়া এলাকায় মাদকের অবাদ বিস্তারের ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে। পোশাক শ্রমিকসহ এলাকার সাধারণ মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ছে। অপরাধ দমনে পুলিশকে জানালেও তারা কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।
যুবলীগের কেন্দ্রীয় সদস্য হীরা সরকার বলেন, অন্যায়কারী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। বর্তমান সরকার সে লক্ষেই কাজ করে যাচ্ছে। এলাকায় মাদক-সন্ত্রাসরোধে যুবলীগ পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
স্থানীয় কাউন্সিলর ফয়সাল আহামদ সরকারের উদ্যোগে জুয়া, মাদক এবং কয়েকটি অবৈধ আবাসিক হোটেল বন্ধ করা হলেও তিনি সন্ত্রাস এবং চাঁদাবাজি রোধে এলাকার সকলের সহযোগিতা চেয়েছেন।
COMMENTS