ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৬ এপ্রিল রোববার গাজীপুরে মোঃ ইউসুফ আলী ট্রাস্টের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
১৭ বছর আগে ১৯৯৭ সালের ৬ এপ্রিল গাজীপুরে প্রতিষ্ঠিত হয় মোঃ ইউসুফ আলী ফাউন্ডেশন। প্রতিষ্ঠা লাভের অনেক বছর পর নিবন্ধনের স্বার্থে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় মোঃ ইউসুফ আলী ট্রাস্ট। এ প্রতিষ্ঠানটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক চারটি অঙ্গ সংগঠন রয়েছে। সংগঠনগুলো হচ্ছে শতাব্দীর প্রযুক্তি ডিজিটাল আর্কাইভ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপাদান ডিজিটাল সংগ্রহশালা আর্কাইভস ৭১ , শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিষম বিস্ময় এবং প্রশিক্ষণ কেন্দ্র ।
শতাব্দীর প্রযুক্তি ডিজিটাল আর্কাইভ ইতোমধ্যে অসংখ্য মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার তৈরি করেছে। আর্কাইভস ৭১ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন উপাদান সংগ্রহ করে তা ডিজিটাল ফরমেটে সংক্ষেণ করছে। সকলের জন্য আর্কাইভস ৭১ উন্মুক্ত থাকে। দুর্লভ ভিডিও চিত্র এ আর্কাইভে সংরক্ষণ রয়েছে। বঙ্গবন্ধুর অনেক ভাষণ ( অডিও ও ভিডিও ) এ আকাইভে সংরক্ষণ রয়েছে এবং প্রতিনিয়ত প্রদর্শিত হচ্ছে। দুর্লভ ভিডিওচিত্র ছাড়াও স্থির চিত্র প্রদর্শনের জন্য একটি গ্যালারি রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিষম বিস্ময় প্রতিমাসে নিয়মিত উদ্দীপনামূলক বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এ ছাড়াও নানা বিষয়ে পুস্তকাদি প্রকাশনার অভিজ্ঞতা রয়েছে।
মোঃ ইউসুফ আলী ট্রাস্টের গাজীপুরের ছায়াবীথি এলাকায় নিজস্ব কার্যালয়ের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে তথ্য প্রযুক্তির আড্ডা, দুই মাস ব্যাপী প্রোগ্রামিং কর্মশালা উদ্বোধন, ডিজিটাল বাংলাদেশ ঘিরে উন্মুক্ত আলোচনা ।
দিনভর এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা, কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলতাফ হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্টার ও গাজীপুর সিটি কলেজের নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার, কাজী আজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মহসিন মোহাম্মদ আলী , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আঃ মালেক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুকুল কুমার মল্লিক, ভাওয়াল মির্জাপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক ,কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামান, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক শাহাবদ্দিন মোল্লা, কৃষিবিদ আঃ মান্নান মোল্ল্যা , সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, সাংবাদিক রাহিম সরকার, গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সামসুল হক , গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদ , গাজীপুর জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন মোঃ ইউসুফ আলী ট্রাস্টের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব ।
অনুষ্ঠানগুলোর সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
নানা অনুষ্ঠানের মাঝে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভিডিওচিত্র বড় পর্দায় প্রদর্শনের জন্য ব্যবস্থা করা হয়েছে । এ ছাড়া শুধুমাত্র শিশুদের জন্য দুপুর ২ট হতে বিকাল ৫টা পর্যন্ত আর্কাইভস ৭১ উন্মুক্ত ছিল ।
- সংবাদ বিজ্ঞপ্তি
COMMENTS