আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার একটি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে প্রায় ২১০০ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাউইদ শনিবার হতাহতের সংখ্যা নিশ্চিত করেন।
ভয়াবহ এই ঘটনায় প্রাথমিকভাবে ৩৫০ জন নিহত ও ২ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল। পরে নিখোঁজদের উদ্ধারের আশা ত্যাগ করে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
এ ঘটনায় ৪ হাজারেরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন ত্রাণ কর্মীরা।
বাদাখশানের প্রাদেশিক গভর্নরের এই মুখপাত্র রয়টার্সকে বলেন, ৩০০ পরিবারের প্রায় ২১০০ সদস্যের সবাই মারা গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে অঞ্চলটির একটি পাহাড়ের অংশ বিশেষ ধসে পড়ে। এতে শত শত ঘরবাড়ি মাটি আর পাথরের নিচে চাপা পড়ে।
জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের এই ভূমিধসে চার হাজারেরও বেশি লোক গৃহহারা হয়েছে। এখন মূল লক্ষ্য হলো এদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এই এলাকায় আরেকটি ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
সূত্র: রয়টার্স।
COMMENTS