আজ ৭ মে গাজীপুরের প্রয়াত জনপ্রিয় শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের (এমপি) ১০ম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে গাজীপুর ও টঙ্গীতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মহানগরের হায়দরাবাদ এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, স্মরণ সভা এবং স্মরণিকা প্রকাশ।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে জাহিদ আহসান রাসেল এমপি গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগসহ সকলকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎ বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বার্ষিকী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ একটি স্মরণিকা প্রকাশ করছে। আহসান উল্লাহ মাস্টার ( গাজীপুর- ২ গাজীপুর) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দু’বার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি চারদলীয় জোট সরকারের আমলে একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে । ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয় ।
উক্ত রায়ে প্রধান আসামী বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসি দেয়া হয়। ৬ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়। এর মধ্যে প্রধান আসামীসহ ১৭ জন বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। বাকী ১১জন আসামী ভারতসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছে ।
COMMENTS