ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের অর্থায়ণে গাজীপুরের কাপাসিয়ায় ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপণ করা হয়েছে।
গত শনিবার সকাল ১১ টায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আমানত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন এর বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আজিজুল বারি, সংস্থার জাপানের সেক্রেটারী জেনারেল মি. হিগাসি মুরা এৎ সুজো, আবাসিক প্রতিনিধি মি. ইয়াসুচিম মায়েদা, দাতা সদস্য কামাল উদ্দিন আহম্মেদ নান্নু, প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা প্রমূখ।
বিদ্যালয়ের সভাপতি আমানত হোসেন খান জানান, ভবনটি নির্মাণ করতে ২০ লক্ষ টাকা খরচ করবে ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন।
COMMENTS