চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলাম সুমনকে (২৮) শেরপুর সদরের মোকসেদপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে।
শুক্রবার রাতে উদ্ধার হওয়া সুমন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বালিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। অপহৃতের বরাত দিয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জিত কুমার রায় জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। গাজীপুর অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে শেরপুর সদরের মোকসেদপুর নয়াপাড়া এলাকার চরের একটি ছাপড়া ঘর থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, সুমন মিয়া গাজীপুর মহানগরের মালেকের বাড়ি পুকুর পাড় এলাকায় প্রায় ১০ বছর ধরে বাস করেন। সেখানে 'সুমন ভ্যারাইটি স্টোর' নামের তার একটি মুদি দোকান রয়েছে। অপহরণের পর রাত সাড়ে ১০টার দিকে অপহরনকারীরা তার ছোট ভাই মিজানকে ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ওই রাতেই মিজান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এনিয়ে গতকাল শনিবার সকালে গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
COMMENTS