সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এ তিন মন্ত্রে বলীয়ান হয়ে ১৯৩১ সালের অস্ট্রেলিয়ার জিলং শহরের তিন তরুণ স্থাপত্য প্রকৌশলী ইওয়েন লেয়র্ডি, লংহা, প্রউড এবং জন বাকান যুব সমাজকে একত্রিত করে নিঃস্বার্থ কাজ করার লক্ষে এপেক্স ক্লাব নামে একটি সংগঠন গড়ে তোলে। যা আজ বিশ্বময় সুপরিচিত এর সদস্যদের সুন্দর ভূমিকার জন্য।
১৯৬১ সালের ১৯ জুলাই এপেক্স ক্লাব অব ঢাকা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ এপেক্স-এর রশ্মির প্রথম বিচ্ছুরণ ঘটে। এরপর আস্তে আস্তে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, নারায়ণগঞ্জ ও জাহাঙ্গীনগর ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এপেক্সের প্রসার শুরু হতে থাকে।
বর্তমানে ক্লাবগুলো ৯টি জেলায় বিভক্ত ও ১টি জাতীয় বোর্ড এর মাধ্যমে বাংলাদেশ এপেক্সের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ক্লাবের সংখ্যা চার্টার্ড ও আনচার্টার্ড ক্লাব মিলিয়ে ৯০এর অধিক ক্লাব এবং সদস্য সংখ্যা ২০০০এর অধিক হবে। ১৮-৪৫ বছর বয়সের মোটামুটিভাবে আর্থিক স্বচ্ছল, সমাজসেবায় একান্ত বাসনা এবং দেশ-বিদেশ সমবয়সীদের মধ্যে বন্ধুত্ব স্থাপনে ইচ্ছুক যে কেউ এপেক্স এর সদস্য পদ গ্রহণ করে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারেন।
![]() |
পহেলা বৈশাখে রাজবাড়ি মাঠে উৎসবপ্রিয় জনতাকে বিশুদ্ধ পানি ও তরমুজ দিয়ে আপ্যায়ন |
উদ্বোধন পরবর্তী এপেক্স ক্লাব অব গাজীপুর সকল শর্ত ও দায়িত্বপূর্ণ সমাজসেবা কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করে গত ৪ এপ্রিল ২০১৪ এ বছরের জাতীয় সভাপতি এপে: মো: আসলাম হোসেন-এর প্রথম বোর্ড সভায় বোর্ড সদস্যদের সর্বাধিক ভোটে বিজয়ী হয়ে ক্লাব কার্যক্রমের সনদ আদায় করে নেয়।
গাজীপুরে আর্ন্তজাতিক সেবামূলক সংগঠন রোটারী ক্লাব, লায়ন্স ক্লাব থাকলেও এপেক্স ক্লাবের কোন কার্যক্রম অদ্যাবধি ছিলনা। গাজীপুরে ৩টি রোটারী ক্লাব, ২টি লায়ন্স ক্লাব অনেক আগে থেকেই তাদের সেবা অব্যাহত রাখলেও এপেক্স ক্লাব অব গাজীপুর প্রতিষ্ঠার মাধ্যমে গাজীপুরে এপেক্স সংগঠনের যাত্রা শুরু হল।
বর্তমানে গাজীপুর এপেক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এপে: এ.কে.ফিরোজ নবী আসিফ, প্রতিষ্ঠাতা সহসভাপতি হিসেবে এপে: মো: মনির হোসেন ও এপে: আমির-উল-ইসলাম সুমন এবং এপে: মো: জহিরুল ইসলাম জহির ক্লাবের প্রতিষ্ঠাতা ক্লাব সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
এপেক্সের কার্যক্রম বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিজি, পাপুয়া, নিউগিনি, ফিলিপাইন, থাইল্যান্ড, জাপান ও পাকিস্তানে বিস্তৃত।
COMMENTS