বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী কিউট ১ম আরচ্যারী ক্লাব চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে।
গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া চ্যাম্পিয়নশীপের ১ম দিনের খেলায় ব্যাম্বো ডিভিশনে পুরুষ বিভাগ এককে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের ওমর ফারুক ও মহাস্থান আরচ্যারী ক্লাবের শাকিল মোল্লা স্বর্ণ পদক লাভ করেন।
এছাড়া মহিলা বিভাগে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের নন্দিনি খান স্বপ্না ও ইসরাত জাহান স্বর্ণ পান। এএসপিটিএস আরচ্যারী ক্লাবের মোঃ আরাফাত ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মোঃ কামরুল ইসলাম রৌপ্য এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের জেরিন তাসনিম জিম ও দন্ত্যস সমাজ সেবা সংগঠনের আসমা আমিরা ব্রোঞ্জ পদক পান। আজ রিকার্ভ ডিভিশনের মেডেল ম্যাচের খেলাসমূহ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এম.পি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম, এডবি্লউসি, পিএসসি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ছাড়াও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
COMMENTS