বিনোদন ডেস্ক, ঢাকা : অমিতাভ বচ্চন-জয়া বচ্চনকে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অমিতাভের মেক আপ আর্টিস্ট দীপাক সাওয়ান্ত। আর এই সিনেমায় অমিতাভকে গ্রামের একজন সৎ শিক্ষকের এবং জয়া বচ্চনকে তারই স্ত্রীর ভুমিকায় দেখা যাবে। আর এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে এমনটাই ধারনা করা হলেও সম্প্রতি এই সিনেমার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই বিশ্ব সুন্দরী অভিনেত্রী।
অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের উপর নির্মিত ‘লিডার’ সিনেমায় অভিনয় করায় অস্বীকৃতি জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। জানা য়ায় ঐশ্বরিয়াকে সিনেমায় আমিতাভের ছেলের বউয়ের চরিত্রেই দেখা যাওয়ার সম্ভবনা ছিল। গ্রামের কুস্বভাবের অধিকারী একজন নেতার চরিত্রের জন্য অফার করা হয় কিন্তু এই চরিত্রে অভিনয় করবেন বলেই জানিয়ে দেন ঐশ্বরিয়া। পরবর্তীতে এই চরিত্রটি ভোজপুরি সিনেমার নায়িকা পাখি হেডজকে দেয়া হয়।
ধারণা করা হচ্ছে এমনিতেই শাশুরি জয়া বচ্চনের সাথে বনিবনা হয়ে উঠছে না। আবার এমন একটি চরিত্রে অভিনয় ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনেও জটিলতা তৈরি করতে পারে তাই সিনেমা থেকে সরে আসা।
COMMENTS