গাজীপুর জেলা শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা চালানোর অনুমতির প্রদানের দাবিতে অটো রিক্সা চালক ও মালিকরা বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার দুপুরে জেলার কয়েকশ অটোরিক্সার মালিক ও শ্রমিকরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে গাজীপুর অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
এতে বলা হয়, জেলা শহরে প্রায় দেড় হাজার ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচল করে। পুলিশ কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সকল প্রকার অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয়। এতে এ ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার পরিবার পথে বসার উপক্রম হয়েছে। তারা বৈধ উপায়ে সরকারি সকল নিয়ম কানুন মেনে অটোরিক্সা চালাতে ইচ্ছুক। কারণ দেশের বিভিন্ন স্থানে বৈধ উপায়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চলছে। তারা অবিলম্বে ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
COMMENTS