গাজীপুর মহানগরীর বাদে কলমেশ্বর গ্রাম আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাইন বোর্ড বাসস্ট্যান্ডে শহীদ আহসান উল্লাহ মাস্টারের দশম শাহদত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকালে এক শোকসভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামসুল হক, আবদুল জলিল, আবদুর রশিদ, আকরাম হোসেন সরকার, মহিউদ্দিন মহি, শফিকুল ইসলাম প্রমুখ।
COMMENTS