পলাশ প্রধানঃ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর গাছা বঙ্গবন্ধু কলেজ গত বিএনপি সরকারের আমলে বন্ধ করে দেয়ার পর পুনরায় চালু করার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা গতকাল শনিবার বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, গাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সরকার, গাছা বঙ্গবন্ধু কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল, আবদুল্লাহ আল মামুন মন্ডল, মোঃ সানা উল্লাহ, হাজী মোহাম্মদ আলী, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, হাজী মোহাম্মদ আলী, মাহাবুবর রহমান স্বপন, হাজী আব্দুল কাদের, সফিকুল ইসলাম সফিক, হাজী মনিরুল ইসলাম মনির, রাশেদুল ইসলাম জুয়েল মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকার আমলে গাছাতে বঙ্গবন্ধু কলেজ স্থাপন করা হয়েছে। পরক্ষণে বিএনপি জামাত জোট সরকার এসে বঙ্গবন্ধু কলেজটি বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসানের নেতৃত্বে ২০১৪ সালে পুনরায় কলেজটি পুরোদমে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ বছর যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এ বছরই বঙ্গবন্ধু কলেজেই ভর্তি হতে পারবেন।
COMMENTS