‘জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে আসার কারণেই বিএনপি আজ এ দুরবস্থায় নিপতিত হয়েছে’- এমন অভিমত ব্যক্ত করেছেন বিএনপিসহ ১৯ দলীয় জোটের নেতারা।
জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ। এ ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদও এতে বক্তব্য রাখেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
COMMENTS