শ্রীপুরে মাদ্রাসা শিক্ষকের বলৎকারের শিকার একাধিক শিশু ছাত্র। গন পিটুনীর পর লম্পট শিক্ষককে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়াইদেরচালায় ”বাইতুল আমান জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা”র নুরানীর শিক্ষক সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তামাইদ এলাকার মোবাশ্বের আলীর কুলাংগার পুত্র মো: কারিমুন ইসলাম(২৮) ওই প্রতিষ্ঠানের নুরানীর একাধিক শিশু ছাত্রকে জোর পূর্বক নিয়মিত বলৎকার করতো।
নির্যাতিত ছাত্ররা জানায়, এ ঘটনা প্রকাশ করলে হুজুর আমাদের প্রানে মেরে ফেলার হুমকি দিতো।
অত্যাচার সহ্য করতে না পেরে এক ছাত্র বিষয়টি তার অভিভাবকদের জানালে ওই অভিভাবক ঘটনাটি প্রতিষ্ঠানকে জানায়।
সোমবার স্থানীয়রা এ সংবাদে ক্ষুব্ধ হয়ে লম্পট শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ইমাম মও: আবুল হাসেম বাদী হয়ে লম্পট শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় বলৎকারের অভিযোগ দাখিল করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি গ্রুপ তৎপরতা চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়াইদেরচালায় ”বাইতুল আমান জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা”র নুরানীর শিক্ষক সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তামাইদ এলাকার মোবাশ্বের আলীর কুলাংগার পুত্র মো: কারিমুন ইসলাম(২৮) ওই প্রতিষ্ঠানের নুরানীর একাধিক শিশু ছাত্রকে জোর পূর্বক নিয়মিত বলৎকার করতো।
নির্যাতিত ছাত্ররা জানায়, এ ঘটনা প্রকাশ করলে হুজুর আমাদের প্রানে মেরে ফেলার হুমকি দিতো।
অত্যাচার সহ্য করতে না পেরে এক ছাত্র বিষয়টি তার অভিভাবকদের জানালে ওই অভিভাবক ঘটনাটি প্রতিষ্ঠানকে জানায়।
সোমবার স্থানীয়রা এ সংবাদে ক্ষুব্ধ হয়ে লম্পট শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ইমাম মও: আবুল হাসেম বাদী হয়ে লম্পট শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় বলৎকারের অভিযোগ দাখিল করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি গ্রুপ তৎপরতা চালাচ্ছে।
COMMENTS